চাকরী মেলা রাজশাহী
“বিডিজবস চাকরী মেলা” এবার রাজশাহীতে…
রাজশাহীর সব ধরনের চাকরী প্রার্থীর জন্য (টেকনিক্যাল কাজ জানা লোক থেকে শুরু করে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রীধারী, অভিজ্ঞ/অনভিজ্ঞ ) দেশের শীর্ষস্থানীয় কোম্পানী সমূহে চাকরীর সুযোগ নিয়ে আগামী ২২ ও ২৩ জানুয়ারী ২০১৯ দ্বিতীয় বারের মত রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিডিজবস্ চাকরী মেলা”। দেশের শীর্ষস্থানীয় লোকাল ও মাল্টিন্যাশনাল মিলিয়ে প্রায় ৩০টি কোম্পানী এই মেলায় অংশগ্রহন করছে। মেলায় সহযোগী সংগঠন হিসেবে থাকছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এবং রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব।
মেলায় অংশগ্রহন করতে আজই রেজিস্ট্রেশন করুন www.bdjobs.com/jobfair এই লিংকে।
আপনি কেন অংশগ্রহণ করবেন?
• দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সমূহে চাকরী পাওয়ার দারুণ সুযোগ।
• বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরীর ধরন এবং তাদের চাহিদা সম্পর্কে জানার সুযোগ।
• এক ছাদের নীচে নামী-দামী প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ।
মেলার স্থানঃ
নাইস কনভেনশন সেন্টার, মাদ্রাসা মাঠ সংলগ্ন পাঠান পাড়া, রাজশাহী ।
মেলার সূচি:
• ২২শে জানুয়ারী ২০১৯, মেলার ১ম দিনে অংশগ্রহণকারী কোম্পানীর বুথে আপনার সিভি জমা দিতে হবে (সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ) । রেজিস্ট্রেশনের সময় প্রাপ্ত টোকেন নাম্বার প্রত্যেকটি সিভির উপর লিখে জমা দিতে হবে ।
• ২৩ শে জানুয়ারী, ২০১৯, মেলার ২য় দিনে শুধুমাত্র বাছাইকৃত আবেদনকারীদের চাকরির ইন্টারভিউ নেওয়া হবে।
0 Comments