ওমর প্লাজায় মূল্য হ্রাস মেলার উদ্বোধন
উত্তরবঙ্গের সর্ববৃহৎ সেন্ট্রাল এসি মার্কেট থিম ওমর প্লাজায় মূল্য হ্রাস মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় থিম ওমর প্লাজা সম্মেলন রুমে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
জানা গেছে, এই মেলায় অংশগ্রহণ করছে ১২৫ টি স্টল। সেখানে থাকছে ছেলে মেয়ে ও বাচ্চাদের পোশাক, শীতবস্ত্র,কসমেটিক,জুয়েলারি সহ বিভিন্ন পণ্য। প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে রাত্রী ১০ পর্যন্ত চলবে এই মেলা।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইবার বাজারের মালিক মনজুর মোর্শেদ, থিম ওমর প্লাজার প্রজেক্ট ম্যানেজার শেখ সুজা উদ্দিন আহমেদ।
Source:
padmatimes24.
1 Comments
JzjYW
1 year ago