রাজশাহীতে অভিবাসী চাকরি মেলা ২০১৯
রাজশাহীর গ্রাজুয়েটদের জন্য জব ভিসায় চীনে যাওয়ার সুবর্ণ সুযোগ
তারিখঃ ১৬ নভেম্বর ২০১৯ শনিবার, সকাল- ৯ ঘটিকা
ঠিকানাঃ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC),সপুরা, রাজশাহী
হটলাইনঃ ০১৯৩৬০০৫৮৬৬, ০১৯৩৬০০৬৭৬০, ০১৭৭৩২৮৭৬৭৩
চাইনিজ প্রতিনিধির উপস্থিতিতে প্রার্থী নির্বাচন।
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালায়ের অনুমোদন ক্রমে,TTC, রাজশাহী এবং জেলা জনশক্তি অফিস, রাজশাহীর তত্ত্বাবধানে এ মেলা ও প্রার্থী সিলেকশনের আয়োজন করা হয়েছে।
চাকরির ধরণঃ মোবাইল ফোনের ক্যামেরা তৈরি প্রতিষ্ঠানের ফ্যাক্টরি অপারেটর।
#জব লোকেশনঃ চীনের জিয়াংশি প্রদেশের ন্যানচাং।
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম স্নাতক/সম্মান ডিগ্রিধারী হতে হবে। সনদপত্র অনুযায়ী সেপ্টেম্বর ২০১৭ এর পূর্বে যারা পাশ করেছেন তারা ইন্টারভিউয়ের জন্য বিবেচিত হবেন।
বয়সঃ ২৩-৩৮ বছর
বেতন: ৩৬,০০০ টাকা (৩ ঘন্টা ওভারটাইম সহ)
সুবিধাদিঃ
১। থাকা-খাওয়া ও চিকিৎসা ফ্রি
২। অন্যান্য সুযোগ সুবিধা চীনের শ্রম আইন অনুযায়ী প্রাপ্য
৩। কম খরচে নিরাপদ অভিবাসন
৪। শিতাতপ নিয়ন্ত্রীত কর্মস্থল ও ডরমেটরি
ইন্টারভিউ পর্বে অংশ নিতে যা সঙ্গে আনতে হবে।
• পাসর্পোট সাইজের ল্যাব প্রিন্ট ২ কপি ছবি।
• পাসর্পোট কপি। (যদি থাকে)
• গ্রাজুয়েশন সার্টিফিকেটসহ অন্যান্য সনদ,নম্বরপত্র।
• জাতীয় পরিচয় পত্রের কপি।
নির্বাচিত হলে পুলিশ ক্লিয়ারেন্স ও মেডিকেল ফিট সনদ জমা দিতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত কোনো কর্মীর সাথে আর্থিক লেনদেন হবেনা।
যোগাযোগঃ
সাইক ওভারসিজ
(আর এল নং-১৬৮৪)
বাড়ি # ১০,রোড # ২, ব্লøক # বি
সেকশন # ৬, মিরপুর, ঢাকা ১২১৬।
হেড অফিস
৯৬৫, পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ড
মিরপুর, ঢাকা ১২১৬।
০১৯৩৬০০৫৮৬৬
Source: Facebook
1 Comments
pyxyhqrzkd
1 year ago